ফুলবাড়ী পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১০ এপ্রিল ২০১৭

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।

সোমবার বিকেল ৪টার দিকে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন।

এর আগে গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারাদেশের ৩৮৭ নং স্মারকের পত্রে বলা হয়, ১৪/১২/২০১৪ ইং তারিখে ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়েরকৃত ৬নং মামলায় তাকে অভিযুক্ত করার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১ এর উপধারার (১) মোতাবেক তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়ন করার প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গেরিলাই ফুলবাড়ীতে আসলে ফুলবাড়ী রক্ষা আন্দোলনকারীদের রোষানলে পড়েন। এসময় স্থানীয় জনতা এশিয়া এনার্জির অফিস ও গাড়ি ভাঙচুর করে।

এই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে ১নং আসামি করে ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটির অভিযোগপত্র উচ্চ আদালতে গ্রহণ হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেয়।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।