দিনাজপুরে জেএমবির ২ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১১ এপ্রিল ২০১৭

দিনাজপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জেএমবির ২ সদস্যকে আটক করেছে। তারা দু’জনই জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার ভোরে দর উপজেলার চেহেলগাজী মাজারের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ। তারা হলেন, বীরগঞ্জ উপজেলার দক্ষিণ রামনগর এলাকার নাসিমউদ্দিনের ছেলে আব্দুল কাদের শাওন ও কাহারোলে উপজেলার উচিতপুর গ্রামের মৃত. ফজলুল হকের ছেলে আবুল হোসেন।

দুজনই দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার চেহেলগাজী মাজারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে তারা জেএমবির কর্মকাণ্ডে সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে শাওন নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।