দিনাজপুরে পাথর খনির বাংকার হাউজে ফাটল


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০১৭

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনের জন্য প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খনির উপরিভাগে স্থাপিত ক্রাশিং অ্যান্ড শর্টিং প্ল্যান্টের আনলোডিং বাংকার হাউজে ফাটল ধরেছে। ফলে হুমকির মুখে পড়েছে পাথর উৎপাদন।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির উৎপাদন এলাকায় উপরিভাগে স্থাপিত ক্রাশিং এবং শটিং প্ল্যান্টের ৪টি পিলারের সাহায্যে মাটির ওপরে দাঁড়িয়ে থাকা আনলোডিং বাংকার হাউজের ১টি পিলার সহযোগী স্থাপনার মাটি হতে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ওই অংশের মাটি নিচে দেবে গেছে।

ফলে বর্তমানে স্থাপনাটি ঝৃকিঁপূর্ণ অবস্থায় ৩টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এতে যেকোনো সময় ক্রাশিং এবং শর্টিং প্ল্যান্টটি ধসে পড়ে যেতে পারে। এতে খনির স্বাভাবিক কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে।

মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) কর্তৃপক্ষ জানায়, তারা এই বিষয়টি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে জানিয়েছেন।

অতিদ্রুত এই স্থাপনাটি পুনঃস্থাপন না করলে, খনির ভবিষ্যত কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে। এই গুরত্বপূর্ণ স্থাপনাটি পুনঃস্থাপন করতে কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে বলে সূত্র জানায়।

এ ব্যাপারে জানার জন্য খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহমুদ খানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।