নব্য জেএমবির উপদেষ্টা রিয়াজুল ইসলাম গ্রেফতার


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১২ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে নব্য জেএমবির উপদেষ্টা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজুল ইসলাম কাহারোল উপজেলার খোসালপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপনে অভিযান চালিয়ে রিয়াজুলকে গ্রেফতার করা হয়। শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের সময়ে রিয়াজুল জেএমবির সক্রিয় সদস্য ছিল। ২০০৫ সালের সিরিজ বোমা হামলায় সেও জড়িত ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এসআই বজলুর রশিদ বলেন, রিয়াজুল দীর্ঘদিন পলাতক ছিল। বর্তমানে সে নব্য জেএমবির উপদেষ্টা হিসেবে কাজ করছে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।