গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশ সমৃদ্ধ হবে


প্রকাশিত: ১১:০০ এএম, ১৩ এপ্রিল ২০১৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পৌঁছাতে যা যা করা দরকার বর্তমান সরকার তাই করে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশ সমৃদ্ধ হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প `টিআর`র অর্থ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিকভাবে দেশ পরিচালনা করার কারণে বিদেশের মাটিতেও দেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফসার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।