দিনাজপুরে ঐতিহ্যের পালকিতে নববর্ষ উদযাপন


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশের আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

শুক্রবার নতুন বর্ষকে স্বাগত জানিয়ে দিনাজপুর জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে দিনাজপুর বড়মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম রহিম এমপি।

Nobobarsho

মঙ্গল শোভাযাত্রায় নানা রঙের মুখোশ পড়ে, মাথায় গামছা বেঁধে, গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, হাতি, পালকি, তীর-ধনুক, বিভিন্ন জীবজন্তুর ছবি, নৌকায় চড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়।

এছাড়া কিষাণ-কিষাণি, জেলে, তাঁতী, কামার-কুমার, বর-কনে, ডাক্তার, নার্স, দরবেশ, পাগলা বাবা, বৈরাগীসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরী ও নানা বয়সের নারী-পুরুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শোভাযাত্রায় অতিথিদের মধ্যে অংশ নেন, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম, দিনাজপুর বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মো. সফিকুল হক ছুটু, সদস্য সচিব ও দিনাজপর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহফুজ্জামান আশরাফ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার মো. সিদ্দিক গজনবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

Nobobarsho

দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে সকালে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

এদিকে, দিগন্ত শিল্পী গোষ্ঠী চাউলিয়াপটিস্থ নিজস্ব কার্যালয়ে সকালে পান্তা ভাত খাওয়ার আয়োজন করে ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করে। এতে সংগঠনের নিজস্ব শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পান্তা ভাত, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৈশাখী মেলার আয়োজন করে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।