১৫ বছর পর মাছ ধরার মহোৎসব


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৫ এপ্রিল ২০১৭

দীর্ঘ ১৫ বছর পর নদীতে মাছ ধরতে পারবে এই কথা শুনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারও মানুষ দল বেধে বাদ্যযন্ত্র বাজিয়ে পলো নিয়ে নদীর পাড়ে এসে ভীড় জামায়।

Faridpurnews

শনিবার সকালে ফরিদপুরের চরভদ্রাসনের ভূবেনশ্বর শাখা নদী উপজেলার সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

farid

উন্মুক্ত ঘোষণার আগে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে নিক্সন চৌধুরী বলেন, নদীটি বিভিন্ন সময় সরকারিভাবে লিজ দেয়া ছিল।

যার ফলে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ওই নদীতে আপনারা মাছ মারতে পারেননি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের এই নদীটি মাছ ধরার জন্য উন্মুক্ত করার কথা ছিলাম। যেহেতু সরকারি নদী তাই আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে প্রতি বছর সরকারের লিজের টাকা পরিশোধ করে দেবো। আমি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই নদীতে আপনারা মাছ ধরবেন।

পরে এমপি নিক্সন চৌধুরী জনসাধারণকে নিয়ে নদীতে মাছ ধরার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সগীর হোসেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী পান্নু কাজীসহ হাজারও মানুষ।

মাছ ধরতে আসা আইয়ুব আলী ১২ কেজি ওজনের বোয়াল পেয়ে ও অনুকুল বিশ্বাস ৮ কেজি ওজনের রুই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমরা গরীব মানুষ চাইলেই বড় মাছ কিনে ছেলে-মেয়েদের খাওয়াতে পারি না।

Faridpurnews

প্রায় ১৫ বছর আমরা এই নদীতে মাছ ধরতে পারিনি, আজ এমপি সাহেব আমাদের জন্য নদীটি উন্মুক্ত করে দিয়ে সাধারণ মানুষকে মাছ ধরার সুযোগ করে দিয়েছেন।

এসএম তরুণ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।