প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এইচএসসি পরীক্ষার্থী আটক


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এইচএসসি পরীক্ষার্থী মাহফুজা আকতারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কারেন্টহাট ডিগ্রী কলেজ মোড়ে কাঁকড়া ব্রিজের পশ্চিমপাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একরামুল হক এবং সঞ্জয় দাস জানান, সকাল সাড়ে ৯টায় রাস্তার ধারে পরীক্ষার্থীরা মুঠোফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে জীববিজ্ঞান দ্বিতীয়পত্র ‘খ’ সেটের উত্তরমালা পড়তে ছিল। পরীক্ষার্থীদের জটলা দেখতে পেয়ে একটি কালো রঙের গাড়ি থেকে টাই পরিহিত এক ব্যক্তি এগিয়ে এসে জানতে চান- এখানে কিসের জটলা ? এসময় জটলারত শিক্ষার্থীদের মধ্য থেকে তিনি মাহফুজা আকতারের হাত থেকে একটি মুঠোফোন নেন। পরবর্তীতে জানতে পারি, তিনি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।

এ বিষয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন জানান, রাস্তার মোড়ে জটলা দেখে সেখানে এগিয়ে যায় এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের মধ্যে জীববিজ্ঞান দ্বিতীয়পত্র প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জানতে পারি। পরে ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে নিয়ে গিয়ে কেন্দ্র সচিব জালালউদ্দিন মজুমদারকে ঘটনার বিষয়ে অবগত করি।

কারেন্টহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জালালউদ্দিন মজুমদার জানান, ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে চিরিরবন্দর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী এবং তার রোল নং-১৪৬২৬৩, রেজি. নং ১২১৭৭২০৬৮৯। সে উপজেলার অমরপুর ইউনিয়নের আব্দুল মান্নানের মেয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী জানান, আটক পরীক্ষার্থীর ম্যাসেঞ্জারে সকাল ৯টা ২৫মিনিটে জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ‘খ’সেটের প্রশ্নসহ উত্তরপত্র পাওয়া গেছে। আটক পরীক্ষার্থীসহ তার সহযোগীদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অচিরেই এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হবে।

এমদাদুল হক মিলন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।