দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
প্রতীকী ছবি
দিনাজপুরের বিরলে ট্রাকের ধাক্কায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম হুমায়ুন কবির (১৪)। সে বিরল উপজেলার তিলাইন গ্রামের কায়কবাদ হোসেনের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির বুনিয়াদপুর দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র।
নিহত হুমায়ুন কবিরের মামা ফজিবর রহমান বাবু জানান, হুমায়ুন কবির বাইসাইকেল নিয়ে সকাল ১০টার দিকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বিকেল পৌনে ৩টার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম