নির্মাণাধীন ভবনের সার্টার পড়ে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ১০:১০ এএম, ১৯ এপ্রিল ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নির্মাণাধীন সপ্তম তলা থেকে সার্টারের কাঠ মাথায় পড়ে রুবায়েত জামিল প্লাবন (১৪) নামের নবম (বিজ্ঞান) শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত প্লাবন জেলার বিরামপুর সদর উপজেলার পৌর এলাকার এমদাদুলের ছেলে। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে স্কুল মাঠ থেকে খেলাধুলা শেষে নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় তার ক্লাস রুমে যাচ্ছিল।

এ সময় সিঁড়ির কাছে যাওয়া মাত্রই নির্মাণাধীন সপ্তম তলা থেকে সার্টারের কাঠ মাথায় পড়লে সে মাথায় ও পেটে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত সাড়ে ১০টায় রংপুর হাপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।