দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭
দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
শনিবার দিবাগত রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রনজিৎ (৫০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় শফিকুল (২০) ও আজ রোবাবার দুপুর সাড়ে ১২ টার সময় উদয় (৩০) মারা যান।
এরআগে বুধবার বিকেলে অঞ্জনা দেবী নামে এক নারীসহ ওই দিন রাতে মোকছেদ আলীর, বৃহস্পতিবার আরিফুল ও শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রুস্তম আলীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনের মৃত্যু হলো। এদের মধ্যে মোকছেদ ও রুস্তম আপন ভাই। অপর দুই ভাই দেলোয়ার ও বাদলও দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রমেকের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের সদর উপজেলায় যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনার পর ২৩ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনা দেবী, মোকছেদ, আরিফুল ও রুস্তম মারা যান।
জানা যায়, যমুনা অটোমেটিক রাইস মিলে সকাল থেকে ধান ছাঁটাইয়ের কাজ চলছিল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মিলের বয়লার প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ২৮ জন শ্রমিক আহত হন।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস