পলাশে ভয়াবহ অগ্নিকাণ্ড
নরসিংদীর পলাশে অগ্নিকাণ্ডে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়সহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেল ৪টায় উপজেলার ডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে ৬টি দোকানের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, বিকেল ৪টার দিকে হাঠাৎ করে বাজারের সুতা ব্যবসায়ী হাবিবুল্লার দোকান থেকে আগুনের সূত্রপাত্র হয়। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে মোট ৬টি দোকান আগুনে পুড়ে যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।
এমএএস/আরআই