দিনাজপুরে জেএমবির দুই সদস্য আটক
দিনাজপুর জেলার রানীগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব। রোববার দিবাগত রাতে দুইজনকে আটক করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর র্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক সেলিম দিনাজপুর জেলার চিরিরবন্দরের রানীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং খাদেমুল ইসলাম চিরিরবন্দরের নাশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক এসপি খন্দকার গোলাম মোর্তুজা জানান, গোপনে খবর পেয়ে ঘোড়াঘাটের রানীগঞ্জে অভিযান চালিয়ে জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য সেলিম ও খাদেমুলকে আটক করা হয়।
তিনি বলেন, সেলিম লুকিয়ে লুকিয়ে রানীগঞ্জ এলাকায় জেএমবির নামে চাঁদা ও কর্মী সংগ্রহ করতো। পাশপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালাতো। আর খাদেমুল বেশভূষা পাল্টে প্রায়ই সাংগঠনিক কাজে সেলিমের সঙ্গে দেখা করতে আসতো।
এমদাদুল হক মিলন/এএম/এমএস