পাংশায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ রান্নু ও দুলাল নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নাদুরিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাদুরিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ১ মোটরসাইকেলসহ রান্নু ও দুলাল নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।