রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৯ এপ্রিল ২০১৭

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে একটি পণ্যবাহী ট্রাক থেকে এক হাজার ৪৪০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সালমা বেগম পিপিএম।

আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর এলাকার পাদরা খোলা গ্রামের মাজেদ আলী গাজীর ছেলে ট্রাকচালক আবু বক্কর (২৪) ও সাতক্ষীরার আশাশুনির শ্রী কলোশ এলাকার সিরাজুল গাজীর ছেলে ট্রাকের হেলপার মো. সবুজ গাজী (২৮)।

পুলিশ সুপার সালমা বেগম জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৪নং ফেরি ঘাট দিয়ে ট্রাকে অবৈধ পণ্য যাচ্ছে এমন খবর পাওয়া যায়। এ খবরে ট্রাফিক ইন্সপেক্টর আসাদ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের পেছনের রেস্টের সিটির নিচ থেকে এক হাজার ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সেই সঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। এটি মাদকের বড় একটি চালান বলে তিনি উল্লেখ করেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি মীর্জা আবুল কালাম আজাদ, কালুখালী থানা পুলিশের ওসি নূরে আলম ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।