রাজবাড়ীতে ট্রেনে ১৩ হকারকে জরিমানা


প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

রাজবাড়ীতে মধুমতি, মেইল ও শাটল ট্রেনে হকার উচ্ছেদ অভিযানে ট্রেনে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ১৩ হকারকে জরিমানা করা হয়েছে। শনিবার রাজবাড়ী রেলওয়ে স্টেশনে দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ অভিযান।

১৩ হকারকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিবের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে  আদালত তাদের ট্রেনে হকারি না করার স্বীকারোক্তিমূলক মুচলেকা নিয়ে প্রতিজনকে ২৫০ টাকা করে জরিমানা করেন।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার জানান, দুপুরে মধুমতি, মেইল ও শাটল ট্রেনে হকার উচ্ছেদ অভিযানে ১৩ জন হকারকে আটক করা হয়। পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে ২৫০ টাকা করে জরিমানা করা হয়। এতে মোট তিন হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রত্যেক হকার ট্রেনে আর ব্যবসা করবেন বলে মুচলেকাও দিয়েছেন।

রুবেলুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।