ফরিদপুরে দুই দল ডাকাতের গোলাগুলিতে নিহত ২


প্রকাশিত: ০৩:০৯ এএম, ০৯ মে ২০১৭

ফরিদপুরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে শহরের মুন্সিবাজার বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের ওয়্যারলেসপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে পাভেল (২৮) এবং দক্ষিণ গোয়ালচামট এলাকার আশরাফ উদ্দিন তারার ছেলে সবুজ (২৫)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এ সময় ডাকাতরা পালিয়ে গেলে দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এস এম তরুন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।