১৩ মাস কারাভোগের পর ভারতে ফিরলেন শিশুসহ দুই নারী


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৬ মে ২০১৭

দীর্ঘ ১৩ মাস দিনাজপুর জেলা কারাগারে আটক থাকার পর নিজ দেশ ভারতে ফিরে গেলেন শিশুসহ দুই নারী। মঙ্গলবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশ।

এরা হলেন- ভারতের মালদা জেলার বামনগোলা থানার মাদীপুকুর গ্রামের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো, তার শিশু ছেলে সুব্রত মাহাতো এবং শাশুড়ি পূর্ণিমা মাহাতো।

হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, গত বছরের ৩১ মার্চ আটকরা অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদের আটক করে মামলা দেয়। পরে আদালত শিশু সুব্রতকে তার মায়ের সঙ্গে থাকার নির্দেশ দিয়ে তাদের দুইজনকে সাজা দেন। আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ মাস পর  তারা ভারতে ফিরে গেল।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।