দেশে খাদ্য সংকট হবে না : খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৭ মে ২০১৭

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হাওর অঞ্চলে বন্যার কারণে বোরো আবাদের ক্ষতি হয়েছে। একই সঙ্গে ব্লাস্ট রোগ ও অতিবৃষ্টির ফলে ফসলের ক্ষতি হয়েছে। তবে এতে দেশে খাদ্য সংকট কিংবা বিপর্যয় সৃষ্টি হবে না।

বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য সংগ্রহ বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী কৃত্রিম খাদ্য সংকটের চেষ্টা করছে। তিনি দেশের স্বার্থে নেতিবাচক সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, হাওর অঞ্চলে খাদ্য নষ্ট হয়েছে ছয় লাখ মেট্রিক টন। ব্লাস্ট রোগে আরও ছয় লাখ মেট্রিক টন খাদ্য নষ্ট হয়েছে। এরপরও কোনো বিপর্যয় বা সংকট সৃষ্টি হবে না। কৃষকদের কষ্ট লাঘব করতে আন্তর্জাতিক বাজার থেকে চাল ক্রয় করা হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলরে সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান ও রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির। এ সময় দিনাজপুর চেম্বার, চালকল মালিক গ্রুপসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে দিনাজপুর জেলার ৫১ জন মিল মালিক খাদ্য সংগ্রহ অভিযানে সরকারের সঙ্গে চুক্তি সই করেন। দিনাজপুর জেলা থেকে এবারে ৮৬ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে সভায় জানানো হয়।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।