খোলা আকাশের নিচে পাঠদান


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ মে ২০১৭

টাঙ্গাইলের নাগরপুরে কালবৈশাখী ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেতো ডা. এমএ রেজা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের দুটি কক্ষ।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভাদ্রা ইউনিয়নের ডা. এমএ রেজা উচ্চবিদ্যালয়ের কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের দুটি শ্রেণি কক্ষের চাল ধুমড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে পার্শ্ববর্তী মাঠে ফেলে।

এ সময় বিদ্যালয়ের বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। ঝড়ের আঘাতে বিদ্যালয়ের চাল উড়ে যাওয়ার ফলে শিক্ষার্থীদের প্রচন্ড গরম ও তীব্র তাপদাহে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা জানান, বুধবার রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আকস্মিকভাবে স্কুলে আঘাত হানে। এতে একাডেমিক ভবনের দুটি কক্ষের টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহী জানান, এমএ রেজা উচ্চবিদ্যালয়ের শ্রেণি কক্ষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমাকে জানালে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।