দিনাজপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২০ মে ২০১৭
প্রতীকী ছবি

দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকা থেকে রিয়া (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়া শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকার আজমল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, ভোরে পারিবারিক কলহের জের ধরে রিয়া তার শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।