জাতীয় সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২০ মে ২০১৭

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, জাতীয় সম্পদ এবং সুন্দরবন রক্ষার আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনির ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। ভারত-চীনসহ বিশ্বের অন্যান্য দেশ যখন কয়লাভিত্তিক বিদুৎ কেন্দ্র তৈরি থেকে সরে আসছে। আমাদের শাসকগোষ্ঠী ভারত-চীনের কয়লা ও পরমাণু বর্জ্য ফেলানোর ডাস্টবিন বানানোর চক্রান্ত করছে।

শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি অবিলম্বে ফুলবাড়ি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে ও জাতীয় সম্পদ রক্ষায় জাতীয় কমিটি উত্থাপিত ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইননের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মো. আক্তার আজিজ, বাসদ মার্কসবাদী নেতা এএসএম মনিরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, খন্দকার আশরাফুজ্জামান, লিটন রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল ইসলাম সবুজ।

সভায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির দিনাজপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়। মোহাম্মদ আলতাফ হোসাইনকে সভাপতি ও রেজাউল ইসলাম সবুজকে সদস্য সচিব করে কমিটি পুনর্গঠিত হয়।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।