টাঙ্গাইলে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৪ মে ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ব্রাহ্মনশাসন নতুনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালপুর উপজেলার ডাংডাইল বাকুটি গ্রামের সুলতান মাহমুদ (৩২) এবং তার স্ত্রী রউশন আরা বেগম (২৮)।

এ প্রসঙ্গে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, হতাহতরা মোটরসাইকেলযোগে কালিহাতী  যাচ্ছিল। তারা ঘাটাইল উপজেলার ব্রাহ্মনশাসন নতুনভাগে পৌঁছলে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান  নিহত ও তার স্ত্রী ও ছেলে আহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।

আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।