পথিমধ্যে পুড়ে ছাই ৮২ লাখ টাকার গাড়ি
টাঙ্গাইলের দেলদুয়ারে হারিয়া নামের এক বিলাসবহুল গাড়িতে আকস্মিকভাবে আগুন লেগে পথিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে এ আগুন লাগার ঘটনাটি ঘটেছে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ৮২ লাখ টাকা। গাড়িটি গত দেড় মাস আগে ক্রয় করা হয়েছে। গাড়ির মালিক নাগরপুর উপজেলার ফরিদ আলম টুটুল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা বিলাসবহুল গাড়িটি দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া এলাকায় পৌঁছালে গাড়ির নিচ থেকে ধোঁয়া বের হয়।
পরে পানি ও বালু দিয়ে গাড়ির চালক আগুন নেভানোর চেষ্টা করলেও সে চেষ্টা ব্যর্থ হয়। পরে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
গাড়ির চালক সাইফুল ইসলাম বলেন, লুকিং গ্লাসে গাড়ির নিচে আগুনের ধোঁয়া থেকে গাড়িটি বন্ধ করে সঙ্গে থাকা গাড়ির মালিকের মা ও তার এক আত্মীয়কে নামিয়ে দেই এবং ধোঁয়া বন্ধ করার জন্য প্রাথমিকভাবে পানি ও বালু দিতেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে কেউ আহত হয়নি। ওয়ারিং সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা টিপু সুলতান বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে এসেছি। ওয়ারিং সার্কিট থেকে আগুন লেগে তেলের সঙ্গে সংযুক্ত হলে আগুন লেগে এই ঘটনাটি ঘটতে পারে।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি