‘মোরা’ মোকাবেলায় প্রস্তুত সাতক্ষীরা
আসন্ন ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আসন্ন ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে যেন সাতক্ষীরাবাসী ক্ষতিগ্রস্ত না হয় তাই জরুরি ভিত্তিতে সভাটি আহ্বান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন।
এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন, উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বানপূর্বক সার্বিক প্রস্তুতি গ্রহণ, সাগরে মাছ ধরতে যাওয়া জেলে, সুন্দরবনে মধু ও মাছ আহরণের জন্য অবস্থানরত মৌয়াল ও জেলেদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনতে হবে।
এছাড়া মেডিকেল টিম ও সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখার পাশাপাশি স্কাউটস, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবক বাহিনীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত শুকনা খাবার, পানি, মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার কথা বলা হয়েছে। প্রতিটি উপজেলায় পাঁচটি করে পিকঅ্যাপ ও ১০টি করে ইঞ্জিনচালিত নৌযান রিক্যুইজিশন করে নিরাপদ স্থানে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
দুর্যোগ সহায়তার জন্য খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে ০৪৭১-৬৩২৮১, ০৪৭১-৬২৩১৭, ০১৭৩৩০-৭৩৬০৪ নম্বরে।
আকরামুল ইসলাম/এমএএস/জেআইএম