পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয় শ্রমিক-কর্মচারী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুল রহমান, ফারুক হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, এস এম সাইদু রহমান ও ওবায়দুল মল্লিক।
এ সময় বক্তারা বলেন, যারা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে, কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বুধবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা কলম বিরতি পালন করবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড।
গত ২৯ মে খুলনা জেলার কয়রা উপজেলার ঘাটাখালী পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার নং-১৩-১৪/২ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরির্দশনে যান সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারীসহ কতিপয় কর্মকর্তা। এ সময় উপজেলা চেয়ারম্যান, ঘাটাখালী ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম নৌকায় করে আরও কিছু এলাকা পরিদর্শনের অনুরোধ জানান। কর্মকর্তারা চেয়ারম্যানের কথামতো নৌকায় পরিদর্শনে যান।
এদিকে, নৌকাটি কিছুদূর গেলে চেয়ারম্যানের নির্দেশে কতিপয় যুবক পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নৌকা থেকে জোরপূর্বক নামিয়ে বাঁধের ওপর ফেলে লাঞ্ছিত করে। এ ঘটনায় উপ-সহকারী খাইরুল ইসলাম বাদী হয়ে ওইদিন কয়রা থানায় একটি অভিযোগ করেন।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি