সাতক্ষীরায় ২৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ৩১ মে ২০১৭

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ব্যাংদহ পাকা রাস্তার উপর থেকে শাড়িগুলো জব্দ করা হয়।

৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে এক হাজার ১৭০টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। যার মূল্য ২৯ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।