স্ত্রীর কবরের পাশে স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী তহমিনা খাতুনকে হত্যার পর তারই কবরের পাশে আত্মহত্যা করেছেন স্বামী মনিরুল ইসলাম।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামে স্ত্রীর কবরের পাশে গিয়ে বিষপান করেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় মনিরুলের।
নিহত মনিরুল যশোরের ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রাতে স্ত্রী তহমিনার কবরের পাশে গিয়ে অনুশোচনায় বিষপান করেন মনিরুল। কবরস্থানে তার গোঙানি শুনে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মৃত্যু হয় মনিরুলের।
ওসি আরও জানান, মনিরুল মৃত্যুর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর কাছে স্বীকার করে গেছেন যে তিনি নিজেই তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেছেন। এতেই অনুশোচনায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
গত বৃহস্পতিবার (১ জুন) ভোরে তহমিনা খাতুনকে হত্যা করে পালিয়ে যান মনিরুল। তহমিনা উপজেলার দেয়াড়া গ্রামের ইমান আলি সরদারের মেয়ে।
এফএ/জেআইএম