খাটের নিচ থেকে অচেতন গাভি উদ্ধার
গরু চুরির পর চেতনানাশক ওষুধ খাইয়ে ঘরের খাটের নিচে লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না। অবশেষে অচেতন গরুকে খাটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের খানজাহান আলীর বসত ঘরের খাটের নিচ থেকে অচেতন গরুটি উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহম্মেদ জাগো নিউজকে বলেন, গত বৃহস্পতিবার রাতে সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর উত্তর পাড়ার আমিনউদ্দীনের ছেলে মো. রফিকুল ইসলামের বাড়ির গোয়াল থেকে একটি গাভি চুরি হয়। যার মূল্য ৬০-৭০ হাজার টাকা।
গোপন সংবাদে অচেতন অবস্থায় গাভিটি উদ্ধার করা হয়েছে। চুরির অভিযোগে ফয়জুল্যাপুর গ্রামের আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার পর তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি