সাতক্ষীরায় ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৩ জুন ২০১৭

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৩৫ লাখ ১৪ হাজার ৮শ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ৩৮ বিজিবির অধীনস্থ ঝাউডাংগা ও মাদরা বিওপি শনিবার দিনভর অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ২৬০টি শাড়ি, চার লাখ ৫০ হাজার প্যারাকটিন ট্যাবলেট, ৬০ কেজি চা পাতা ও ১৫ কেজি ঘোল।

৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সামছুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।