গাছ নিয়ে মুখোমুখি জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ড


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৭ জুন ২০১৭

একটি গাছ নিয়ে মুখোমুখি জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার ঝড়ে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী মাদরাসার পাশে কদমতলা-বৈকারী সড়কে গাছ উপড়ে পড়ে। গাছটি উভয় পক্ষের দাবি করে স্নায়ু যুদ্ধ চালিয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলা পরিষদ ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড।

গাছটি জেলা পরিষদের দাবি করে জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম বলেন, গাছটি জেলা পরিষদের মালিকানাধীন। কদমতলা থেকে বৈকারী পর্যন্ত রাস্তার পাশের জমি ৫৭ দাগের মধ্যে। সার্ভিয়ার মেপেছেন গাছটি জেলা পরিষদের আওতাধীন।

কিন্তু অনৈতিকভাবে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা গাছ বিক্রি করে দিয়েছেন। গাছটি জেলা পরিষদের কাছে হস্তান্তর না করলে জেলা পরিষদ আইনানুগ ব্যবস্থ গ্রহণ করবে।

অপরদিকে, পানি উন্নয়ন বোর্ড গাছটি নিজেদের দাবি করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, কদমতলা থেকে সাতানী কাস্টমস পর্যন্ত প্রধান সড়কটি ওয়াপদার বেড়িবাঁধ। সুতরাং বেড়িবাঁধের ওপরের গাছ নিশ্চিত পানি উন্নয়ন বোর্ডের। গাছটি ১৮ হাজার টাকায় বিক্রি করে কিছু টাকা আগরদাড়ী মসজিদ ফান্ডে দেয়া হয়েছে আর বাকি টাকা সরকারি ফান্ডে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।