হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড সাতক্ষীরার একটি বিদ্যালয়
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে বিদ্যালয়টি। ঘটনার সময় বিদ্যালয়ে শিক্ষার্থী বা শিক্ষকরা উপস্থিত না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে হঠাৎ ঝড় শুরুর পর পথচারীরা কেউ কেউ বিদ্যালয়ে আশ্রয় নিলে তারা কম-বেশি আহত ও বিদ্যালয়ের মধ্যে আটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
এসব তথ্য নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার জাগো নিউজকে বলেন, হঠাৎ ঝড়ে বিদ্যালয়টি একেবারেই বিধ্বস্ত হয়েছে।
তিনি জানান, ৭/৮টা শ্রেণিকক্ষ সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিদ্যালয়ের টিনের ছাউনি ও দরজাগুলো ২০ গজ দূরে উড়ে গেছে। বিদ্যালয়ে ২২০ জন ছাত্রী রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে বলেন, বিষয়টি লিখিতভাবে জানালে বিদ্যালয়টি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি