সাতক্ষীরায় সাড়ে ২৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২৩ লাখ ৬৮ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম জাগো নিউজকে জানান, জেলার বাকাল, কাকডাংগা এবং তলুইগাছা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬৬টি শাড়ি, ৬৭৪ টি টর্চ লাইট, ৪১০ প্যাকেট পাতার বিড়ি, ১৮ কেজি চা পাতা, ১৮ টি থ্রি পিস, ৮০৫ মিটার থান কাপড় এবং ১৫ টি সাটার স্প্রিং জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের মূল্য ২৩ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে বলে তিনি জানান।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম