সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কাঠালতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মোড়ল (৬০) নিহত হয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, আব্দুল মজিদ খুলনা থেকে আলমসাধু যোগে বৃহস্পতিবার বিকেলে তালা ফিরছিলেন।
পথে সাতক্ষীরা-খুলনা সড়কের কাঠালতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
তবে এ বিষয়ে জানার জন্য তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আকরামুল ইসলাম/বিএ