১৫ দিন বয়সী মেয়ে হত্যার দায়ে বাবা জেলে
সাতক্ষীরার শ্যামনগরে ছেলে সন্তান না হওয়ায় নিজের ১৫ দিন বয়সী কন্যাশিশুকে পানিতে ছুঁড়ে ফেলে হত্যা করেছেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি। পুলিশ ঘাতক বাবাকে আটক করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাপুর গ্রামে বুধবার গভীর রাতে ওই শিশুকে হত্যার ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বলেন, পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ১৫ দিন বয়সী কন্যাশিশু পাখিকে পাচ্ছিলেন না। বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে মরদেহ উদ্ধার করা হয়। বাবা আশরাফুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। থানায় জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। শুক্রবার আশরাফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম