লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে ডাকাতি, মালামাল লুট
লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রের মুখে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন। শুক্রবার ভোরে মধ্য কেরোয়া গ্রামের মানসের পাটোয়ারী বাড়ির রফিক পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
কেরোয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জাগো নিউজকে জানান, ডাকাতি প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত জেগে পাহাড়া দেয়া হয়। তবুও একের পর এক ডাকাতি সংঘঠিত হচ্ছে। এ নিয়ে লোকজন চরম আতঙ্কিত। গ্রামবাসীর আর্থিক অসহযোগিতার কারণে পাহাড়াদার বাড়ানো যাচ্ছে না।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার মধ্য কেরোয়া গ্রামের রফিক পাটোয়ারীর বাড়িতে রাত ২টার দিকে একদল ডাকাত ঢোকে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের তারা বেঁধে ফেলেন। বাড়ির আসবাবপত্র ও মালামাল তছনছ করেন। পরে তারা নগদ ২০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন সেটসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে যান। এলাকায় ডাকাত-ঢোকার বিষয়টি লোকজন বুঝতে পেরে সংঘঠিত হতে থাকলে ডাকাতরা দ্রুত পালিয়ে যান।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এটি ডাকাতি নয়, এলাকার বখাটেরা ৫-৬ হাজার টাকা ও একটি চেইন নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
কাজল কায়েস/এমজেড/এমএস