লক্ষ্মীপুরে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৫ মে ২০১৫

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজারে ছিদ্দিকুর রহমান নামে এক ব্যবসায়ীর প্রায় তিন কোটি টাকা মূল্যের দোকান দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় লোকজন জানায়, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান কয়েকযুগ ধরে পৈতৃক ২৯ শতাংশ জমিতে দোকানঘর ও বাসা নির্মাণ করে দখল ভোগ করে আসছিলো। ২০০৬ সালে ওই জমিতে ৫ শতাংশ জমির মালিকানা দাবি করে বাজারের ওষুধ ব্যবসায়ী শহিদ উল্লা স্বপন দখলের চেষ্টা করে। ওই সময়ে ছিদ্দিকুর রহমান মামলা করলে আদালত ১৪৪ ধারা জারি করে তার পক্ষে রায় দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহীদ উল্লা স্বপন ও তার চাচাতো ভাই চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুসের নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ছিদ্দিকুর রহমানের দোকানঘর দখলের চেষ্টা করে। এসময় তারা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ছিদ্দিকুর রহমান জানান, তার বোন আয়েশা ছিদ্দিকীর সঙ্গে ৫ শতাংশ জমি নিয়ে শহিদ উল্লা স্বপনের বিরোধ রয়েছে। কিন্তু শহীদ উল্লা স্বপন স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে সন্ত্রাসীদের নিয়ে তার দোকানঘর দখলের চেষ্টা করছে। গভীর রাতে তার দোকানঘর দখলের চেষ্টার সময় প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।

চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস জানান, ছিদ্দিকুর রহমানের দোকানঘর কে বা কারা দখলের চেষ্টা করেছে বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় তিনি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

শহীদ উল্লা স্বপন জানান, ‘জমিটি আমি কিনেছি। দিনে কাজ করতে গেলে বাজারের লোকজন জড়ো হয়। এজন্য রাতে দখলের জন্য গেছি। এখন দিনেই বাকি কাজ করবো’।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তিনি পুলিশকে ম্যানেজ করার কথা অস্বীকার করেন।

কাজল কায়েস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।