নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে শহরের চিনিশপুরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে খায়রুল কবির খোকন বলেন, এই হামলায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। না হলে জনগণকে নিয়ে এই সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহ সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বিএনপির দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদুৎ, শাহেন শাহ শানু, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঞা, আওলাদ হোসেন মোল্লা, জামিল চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সঞ্জিত সাহা/এসআর/জেআইএম