পাকশীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতার আটকের খবর


প্রকাশিত: ০৫:০০ এএম, ২১ জুন ২০১৭

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রাম থেকে মিরাজ হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে পাবনার র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার বাড়ি থেকে পিস্তল, রামদা ও বোমা উদ্ধার করা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। মিরাজ হাসান পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা পুলিশের অপারেশন নয়।

পাবনা র‌্যাব অফিসে মোবাইলে খবর নিলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কিছুক্ষণ পরে জানাতে পারবো। পরে আবারো চেষ্টা করে একই কথা শোনা গেছে। আটকের ব্যাপারে তারা কোনো কথা বলেননি।

উল্লেখ্য, গত ২৩শে মে মঙ্গলবার দুপুরে পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টুকেও ঈশ্বরদী থানা পুলিশ আটক করে। তিনিও বর্তমানে জেলহাজতে রয়েছেন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।