দিনাজপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরল উপজেলার কানাইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দিপ্ত রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপ্ত রায় বিরল উপজেলার কানাইবাড়ী গ্রামের দিলিপ রায়ের ছেলে।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, দিপ্ত রায় রায়সহ আরেকজন মোটরসাইকেলযোগে কানাইবাড়ি বাজারে যাচ্ছিল।
এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয় । এতে তারা আহত হয়। আহত অবস্থায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় দিপ্ত রায় মারা যায়।
এমদাদুল হক মিলন/এএম/পিআর