দিনাজপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০১:০৯ পিএম, ৩০ জুন ২০১৭

দিনাজপুরের বিরল উপজেলার কানাইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দিপ্ত রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপ্ত রায় বিরল উপজেলার কানাইবাড়ী গ্রামের দিলিপ রায়ের ছেলে।

বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, দিপ্ত রায় রায়সহ আরেকজন মোটরসাইকেলযোগে কানাইবাড়ি বাজারে যাচ্ছিল।

এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয় । এতে তারা আহত হয়। আহত অবস্থায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় দিপ্ত রায় মারা যায়।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।