লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২০ মে ২০১৫

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার লাহারকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত নিজাম উদ্দিন রুবেল (২৬) সদর উপজেলার রামন্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে।

লক্ষ্মীপুর জেলা গেয়োন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, আটক রুবেল চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

কাজল কায়েস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।