পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন আইএইএ প্রধান


প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৩ জুলাই ২০১৭

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিধি মেনে প্রকল্পের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সোমবার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার ভৌত অবকাঠামো এবং প্রকল্প এলাকা পরিদর্শন করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহা-পরিচালক ইউকিয়া আমানো এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ অতি গুরুত্বপূর্ণ। পরমাণু হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এই প্রকল্প গ্রহণ করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের প্রশংসা করে বলেন, তাদের আন্তরিকতার কারণে আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থার বিধি বিধান মেনে প্রকল্পের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

এর আগে সকাল ১১ টায় ঢাকা হতে হেলিকপ্টারযোগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমানের নেতৃত্বে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহা-পরিচালক ইউকিয়া আমানোসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রকল্প এলাকায় অবতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইএইএ’র হেড ফর নিউক্লিয়ার ইনফ্রাকচার ডেভেলপমেন্ট মিলকো কোভাচেভ, বাংলদেশ অ্যাটোমিক এনার্জি রেগুলারেটি অথরিটির চেয়ারম্যান ড. নাঈম চৌধুরী, মেম্বার মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার হোসেন, ভিয়েনার বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. প্রকৌশলী মঞ্জুরুল হক, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের রাশিয়ান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেকজেন্ডার খাজিন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির প্রমুখ।

প্রকল্পের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইউকিয়া আমানো বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এর প্রধান কাজ হচ্ছে, আইএইএ’র সদস্য রাষ্ট্র সমূহের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।

বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে আইএইএ সহযোগিতা করছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেকনিক্যাল যেসব প্রজেক্ট বাংলাদেশ গ্রহণ করেছে এবং যেগুলো চলমান রয়েছে সব ক্ষেত্রেই আইএইএ সহযোগিতা করছে। এছাড়া বাংলাদেশ প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী দেশ হিসেবে যে ধরনের কারিগরি সহযোগিতা প্রয়োজন তা সবই করা হবে।

আলাউদ্দিন আহমেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।