বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
দিনাজপুরের কাহারোলে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মুকন্দপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বটতলা পীরের মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ডহন্ডা গ্রামের রবিন রায়ের ছেলে অটোরিকশা চালক শুভ রায় (২০), একই গ্রামের মৃত উকিল রায়ের ছেলে যাত্রী বৈশাগু রায় (৫৫) এবং একই এলাকার ঘনপাড়া গ্রামের বাসিন্দা গোকুল রায় (৪৫)।
স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন জানান, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে হিন্দুদের ধর্মীয় কীর্তন শেষে সোমবার রাত ১টায় ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নিজবাড়িতে ফিরছিলেন একদল হিন্দু ধর্ম প্রচারক। পথে উপজেলার মুকন্দপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বটতলা পীরের মাজার সংলগ্ন এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের (ঢাকা-মোট্রো-ব-১৪৪৪৪১) একটি নৈশ কোচ অটোরিকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৈশাগু রায় এবং গোকুল রায় মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালক শুভ রায়, যাত্রী দ্বিজেন রায়, রাধা রায়, রামপ্রসাদ ভুটিয়া, কৃষ্ণকান্ত রায়, কাঞ্জিয়া রায়, নীপেন রায় ও দিজেন রায় আহত হন। আহতদের উদ্ধার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শুভ রায় মারা যান।
কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম