দিনাজপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৬২


প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৪ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীসহ ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য ফেরদৌস আহম্মেদ জানান, গ্রেফতারদের ৬২ জনের মধ্যে সতেরজন মাদক ব্যবসায়ী ও ছয়জন চোরাকারবারী রয়েছে। এদের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা, ১৬৪ পিস ইয়াবা, ২১৪ বোতল ফেনসিডিল, এক হাজার ২১ পিস নেশা জাতীয় ইনজেকশন ও ৩২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।