বিএসআরআই বিজ্ঞানী সমিতির সভাপতি সমজিৎ মহাসচিব নূরুল


প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৬ জুলাই ২০১৭

পাবনার ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ রিসার্স ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির ১৪২৪-১৪২৫ বঙ্গাব্দের নির্বাচনে সমজিৎ-নুরুল কাশেম প্যানেল বিপুল ভোটে জয়ী হয়েছে। বুধবার রাত ৯টায় ঈশ্বরদীতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে সমিতির সভাপতি পদে ড. সমজিৎ কুমার পাল (৫০) ভোট এবং মহাসচিব পদে ড. নূরুল কাশেম (৪৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বী ড. কুয়াশা মাহমুদ পেয়েছেন (২৪) ভোট এবং মহাসচিব পদে হাসিবুর রহমান রঞ্জু পেয়েছেন (২৪ ) ভোট।

গত মঙ্গলবার বিকেল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঈশ্বরদীস্থ প্রধান কার্যালয়ে এবং গাজীপুর ও ঠাকুরগাঁও উপকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সমিতির সদস্য ৭৫ ভোটারের মধ্যে শতভাগ ভোটার ভোট প্রদান করেন।

এছাড়া সহ-সভাপতি পদে ড. আতাউর রহমান, সহকারী মহাসচিব পদে ড. আনিছুর রহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে আবু তাহের সোহেল, সেমিনার ও প্রকাশনা সম্পাদক পদে ড. তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ পদে শামসুল আরেফিন এবং চারটি সদস্য পদে সাইয়ুম হোসেন, ড. কোহিনুর বেগম, মুনির হোসেন ও শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।