বিচার চাইতে গিয়ে ডিসির সঙ্গে খারাপ ব্যবহার, মামলা দায়ের


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৭ জুলাই ২০১৭

দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারের যৌন নিপীড়কের বিরুদ্ধে ৫ জুলাই স্মারকলিপি দিতে ডিসি অফিসে যাওয়ার পর অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সহকারী কমিশনার (গোপনীয়) আফতাবুজ্জামান আল ইমরান বাদী হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন, দিনাজপুরের সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক প্রবীন রাজনীতিক দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, দিনাজপুর সঙ্গীত কলেজের প্রদর্শক ও দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট-এর সদস্য সচিব নুরুল মতিন সৈকত, দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট-সদস্য ও জাসদের জেলা সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম এবং বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সাধারণ সম্পাদক মারুফাসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জন।

মামলায় অভিযোগ উদ্ধৃত করে কোতোয়ালি থানা পুলিশের ওসি রেদোয়ানুর রহিম জানান, প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগে ক্রিকেট কোচ মিঠুর বিরুদ্ধে শাস্তির দাবিতে ৫ জুলাই দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট-এর ব্যানারে আবুল কালাম আজাদসহ কয়েকজন স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন। স্মারকলিপি প্রদানকারীদের বক্তব্য শোনার এক পর্যায়ে আবুল কালাম আজাদ জেলা প্রশাসকের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। এরপর অফিস কক্ষে টেবিলের গ্লাসে চপেটাঘাত করেন এবং আইনশৃঙ্খলার অবনতি করবেন বলে হুমকি দেন বলেও ওই অভিযোগ করা হয়।

উল্লেখ্য, বিসিবির দিনাজপুর ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে প্রমীলা ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মিঠুর বহিষ্কার দাবি করে আন্দোলন করছে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট। আর এর নেতৃত্বে আছেন আবুল কালাম আজাদ।

এদিকে, গত ১ জুন মিঠু এক প্রমীলা ক্রিকটারের যৌন হয়রানির চেষ্টা করেন বলে মেয়েটির বাবা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলমের কাছে অভিযোগ করেন।

এ অভিযোগে গত সোমবার দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নির্বাহী কমিটির সভায় মিঠুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। মিঠু ডিএসএ-এর নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া একই অভিযোগে এর আগে মিঠুকে কোচের পদ থেকেও সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।