মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ জুলাই ২০১৭

দিনাজপুরের পার্বতীপুরে কন্যা শিশু মাইমুনাকে হত্যা করে তার মা সাবিয়া আকতার আশা নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পরে সাবিয়া আকতারকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পার্বতীপুরের হরিরামপুর ইউপির ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তার মা আশাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

পার্বতীপুর উপজেলা বেলাইচন্ডি ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়া গ্রামে এরশাদ আলীর স্ত্রী সাবিয়া আকতার আশা (২৫) এবং একমাত্র কন্যা মাইমুনা (৬)।

পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, ৭ বছর আগে পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের জবেদ আলীর ছেলের সঙ্গে মন্মথপুর ইউনিয়নের দেউল সরদারপাড়া গ্রামের আঃ হামিদ সরকারের মেয়ে সাবিয়ার বিয়ে হয়। তাদের সংসারে একমাত্র শিশু কন্যা মাইমুনা। বৃহস্পতিবার রাতে নফল রোজা থাকবে বলে সেহরি খাওয়ার সময় দাদি রেজিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দেখে রক্তাত্ত অবস্থায় মাইমুনা তাকে মাকে দেখতে পায়।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ওসি মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা সাবিয়া আকতার আশা বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ কন্যা মাইমুনাকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে। পরে মা নিজে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা চালায়। শুক্রবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয় এবং তার মাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।