ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৪ ডাকাত আটক


প্রকাশিত: ০৫:২৫ এএম, ২৩ মে ২০১৫
ফাইল ছবি

দিনাজপুরের বিরমাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২টি পিস্তল, গুলিভর্তি ৪টি ম্যাগজিন এবং ৪ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, পাবনা জেলার আতাইকুলা উপজেলার সরাডাঙ্গি গ্রামে মো. আব্দুল করিম শেখের ছেলে মো. ইমরান হোসেন (৩২), একই এলাকার পুষ্পপাড়া গ্রামের অমিত খাঁয়ের ছেলে মো. কামাল হোসেন কানু (২৪), মধুপুর গ্রামের মৃত মো. শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) এবং ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের মৃত আফসার সরদারের ছেলে মো. আইনুল হক (৩৩)।

শুক্রবার রাতে উপজেলার কলেজ বাজার থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে পুলিশ তাদের আটক করে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জাগো নিউজকে জানান, উপজেলার কলেজ বাজার এলাকায় একটি মাইক্রোবাসকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, গুলি ভর্তি ৪টি ম্যাগজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাসসহ ৪ ডাকাতকে আটক করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোছা. সাকিলা পারভীন অস্ত্রসহ ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।