দিনাজপুরে ব্যবসায়ীর গলা কেটে টাকা ছিনতাই
দিনাজপুরের পার্বতীপুরে গলা কেটে হযরত আলী সরদার নামে এক ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত হযরত আলী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হলদীবাড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী হযরত আলী সরদার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী হলদীবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সেলিম জানান, ব্যবসায়ী হযরত আলী তার অপর এক সহকারী রনি ইসলামকে নিয়ে হাকিমপুর (হিলি) থেকে মোটরসাইকেল যোগে সৈয়দপুর ইসলামী ব্যাংকে এলসি ওপেন করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে পার্বতীপুরের হলদীবাড়ি হাসপাতাল অতিক্রম করে রেলগেটে পৌঁছালে ৭/৮ জন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। আমদানি-রফতানিকারক হযরত আলী ছিনতাইকারীদের গাড়ির ধাক্কায় গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়ে। এ সময় দুর্বৃত্তরা তার গলা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর ব্যবসায়ীর হাত ব্যাগে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি চন্ডিপুর ইউনিয়নের মোহসীন আলী চৌধুরীর ছেলে আরিফের। এ ছিনতাইয়ের সঙ্গে আরিফ, দোলাপাড়া গ্রামের গোলাপ, খতু ও আরিফের চাচা বকুলসহ ৭/৮জন জড়িত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় হযরত আলী বাদী হয়ে আরিফ, গোলাপ, খতুসহ ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামদুল আলম মামলার দায়েরের বিষটি নিশ্চিত করে জানান, আসামি ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি