চিত্রার লাইনচ্যুত বগির উদ্ধারকাজ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৫ জুলাই ২০১৭

খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার বেলা ১টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীর মূলাডুলি রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে বেলা ৩টা ২০ মিনিটে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।

এদিকে ট্রেন চালু হতে কত ঘণ্টা সময় লাগবে তা কর্তৃপক্ষ জানাতে না পারায় দুই ঘণ্টা অপেক্ষার পর ট্রেনের সব যাত্রী বাড়ি ফিরে গেছে। সেই সঙ্গে অন্যান্য ট্রেনে বিভিন্ন রুটের শত শত যাত্রী মাঝপথে আটকা পড়ে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।

খুলনা থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মূলাডুলি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ফলে এই লাইনে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে ঢাকার সঙ্গে খুলনা, রাজশাহী, দিনাজপুর, রংপুরের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসি।

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই ট্রেনের যাত্রী পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক নজরুল ইসলাম বলেন, ট্রেনটি মূলাডুলি স্টেশন পার হওয়ার পর ক্রসিংয়ের কাছে ব্রেক করলে তা কাজ করেনি বলে ধারণা করা হচ্ছে। এ সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

এদিকে উদ্ধার কাজ শেষ হওয়ার অনিশ্চয়তার কারণে অধিকাংশ যাত্রী সিএনজি, অটোবাইক, রিকশা ও ভ্যানে বাড়ির পথে রওনা দিয়েছেন।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।